
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে হাবিবুল্লাহ মৃধা (৩৫) নামে এক ব্যবসায়ীকে ফোনে ডেকে নিয়ে প্রকাশ্যে হাতুড়িপেটা করেছে একদল দুর্বৃত্ত।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বরাশুর এলাকায় এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী হাবিবুল্লাহ একই গ্রামের মৃত চুন্নু মৃধার ছেলে। তিনি জমি কেনাবেচার ব্যবসা করেন।
এ ঘটনায় ভুক্তভোগী হাবিবুল্লাহ বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে তিনি একটি জমির বায়না দেওয়ার জন্য কাশিয়ানী উপজেলা সদরে যান। এ সময় একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে কল করে তাকে জমি কেনার কথা বলে ভাটিয়াপাড়া বাজারে দেখা করতে বলা হয়। তিনি মোটর সাইকেল চালিয়ে ভাটিয়াপাড়া বাজারের দিকে রওনা হন। বরাশুর এলাকার নুরু মুন্সীর বাড়ির কাছে পৌঁছালে একই এলাকার রনিম, প্রত্যয়, বাপ্পি শরীফ, সোহান ও মুছাসহ অজ্ঞাতনামা ৭-৮ জন যুবক সংঘবদ্ধ হয়ে লোহার রড, হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে মোটর সাইকেলের গতিরোধ করে।
ভুক্তভোগীর ভাষ্য, হামলাকারীরা প্রথমে তার সঙ্গে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধাঁ দিতে গেলে সংঘবদ্ধ ওই যুবকরা লোহার রড ও হাতুড়ি দিয়ে তাঁকে নির্মমভাবে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। হাতুড়ির আঘাতে শরীরের বিভিন্ন স্থান থেঁতলে যায়।
স্থানীয়রা তার চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’