
সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে ঘুরে বেড়াচ্ছিল নিখোঁজ মুনতাহা আক্তার জেরিনের (৬) ফুটফুটে একটি ছবি। মুনতাহার হাসিমাখা মুখের ছবি যার দৃষ্টিতে পড়েছে তাকেই থমকে দীর্ঘ নিশ্বাস নিতে হয়েছে। শিশুটিকে জীবিত খুঁজে পেতে তার জন্য মানুষ প্রার্থনা করেছে। কেউ কেউ ঘোষণা করেছে পুরস্কারও।
কিন্তু নিখোঁজের ছয় দিন পর সবার আকুতি মিথ্যা করে দিয়ে শেষ পর্যন্ত মুনতাহার মরদেহ খুঁজে পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাত ৪টার দিকে শিশু মুনতাহার মরদেহ খুঁজে পাওয়া যায় তাদের বাড়ির পাশের ডোবায়।
শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী মর্জিনা বেগমসহ (২৬) চারজনকে আটক করেছে পুলিশ। আটক অন্যরা হলেন- মর্জিনার মা আলিফজান বেগম, প্রতিবেশী নাজমা বেগম ও ইসলাম উদ্দিন। এ ছাড়া আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।