
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের সাতপাড়ে যুব সমাজের আয়োজনে দুর্গাপূজার বিজয়া দশমীকে আনন্দ মুখর করতে শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার সাতপাড় মধুমতী বিলরুট ক্যানেলে প্রায় শত বছর ধরে বিজয়া দশমীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে আসছে।
এতে সরেঙ্গা, ছিপ, কোষা, চিলাকাটা, জয়নগর, বাচারী বাহারী নামের নৌকা অংশ নেয়।
নৌকা বাইচ প্রতিযোগিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এবং বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য এম এইচ খান মঞ্জু ট্রলারে ঘুরে হিন্দ্র সম্প্রদায়ের লোকজনকে পূজার শুভেচ্ছা জানান।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রæতি দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য শেখ ইয়াহিয়া, শরিফ আমিনুল ইসলাম টিক্কা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. লিটন মিয়া, শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক মাসুদ শেখ, সিংগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাপস কুমার সরকার, সাতপাড় ইউনিয়ন পরিষদের মেম্বার দীপঙ্কর বিশ্বাস, বিষ্ণুপদসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
এদিকে, নৌকাবাইচকে কেন্দ্র করে লাখ লাখ মানুষের মিলন মেলা বসেছিল। বর্ষার বিদায় লগ্নে শরতের মনোরম বিকেলে। সকাল থেকে বৃষ্টি থাকলেও বিকেলে বৃষ্টি না থাকায় আনন্দ মুখর পরিবেশে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচকে কেন্দ্র করে মাঠে বসেছিল গ্রামীণ মেলা।