স্টাফ রিপোর্টার
ইমরান মাতুব্বরঃ
গোপালগঞ্জ-০১ আসনে ১৩ প্রার্থীর মধ্যে কাবির মিয়া-শিমুলসহ ৪ জনের মনোনয়ন বাতিল করেছে রিটানিং কর্মকতা।
শনিবার (৩ জানুয়ারি) গোপালগঞ্জ জেলা রিটানিং কর্মকতার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে ৯ জনকে বৈধ ও চার জনকে বাতিল করা হয়েছে।
বাতিল প্রার্থীরা হলেন : গণঅধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়া, স্বতত্র প্রার্থী তিনজন আশরাফুল আলম শিমুল, কাইউম আলী খান ও ব্যারিস্টার নাজমুল আলম।
বৈধ প্রার্থীরা হলেন: বিএনপি’র মোঃ সেলিমুজ্জামান মোল্যা, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান, জনতার দলের মোঃ জাকির হোসেন, কমিউনিস্ট পার্টির নীরোদ বরণ মজুমদার, বাংলাদেশ খেলাফত মজলিসের ইমরান হোসেন আফসারী, এবি পার্টির প্রিন্স আল আমিন, স্বতন্ত্র প্রার্থী এম. আনিসুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সুলতান জামান খান।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্রে ত্রুটি ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা জানান, তারা সকলেই তফশিলের সমায়ের মধ্যে উচ্চ আদালতে আপিল করবেন।
অন্য দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে চুলছেড়া বিশ্লেষণ। এক সাথে কাবির মিয়া শিমুলের মনোনয়নপত্র বাতিল হওয়ায় সাধারণ ভোটারদের মাঝে হতাশা লক্ষ্য করা যাচ্ছে।