Dhaka ০৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

স্বপরিবারে বাহার-সূচনার দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ২৮০ Time View

ক্ষমতার অপব্যবহার করে সরকারি অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান করতে কুমিল্লা-৬ আসনের প্রভাবশালী সাবেক সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিন বাহার ও তার কন্যা কুমিল্লা সিটি কর্পোরেশনরে মেয়র তাহসীন বাহার সূচনাসহ পরিবারের চার সদস্যকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের একটি সূত্রে বিষয়টি জানা যায়। দুদকের উপপরিচালক রেজাউল করিম এদিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদন বলা হয়েছে, তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজী, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

এতে আর বলা হয়েছে, গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, আ.ক.ম. বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানের মধ্যে ঢাকার উত্তরায় ফ্ল্যাট, কুমিল্লার হাউজিং এস্টেট এ একাধিক প্লট, মার্কেটসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট আ.ক.ম. বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যগণ দেশ ছেড়ে পলায়ন করে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাদের বিদেশ গমণ নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক এমপি-মন্ত্রী, সরকারি আমলা ও পুলিশ কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এসব নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদক। তবে ৫ আগস্টের পর এমপি বাহার ও তার কন্যা সূচনা দেশ ছেড়ে পালিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রচারিত হয়। একটি ভিডিও ক্লিপে সে তথ্য নিশ্চিতও করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

স্বপরিবারে বাহার-সূচনার দেশত্যাগে নিষেধাজ্ঞা

Update Time : ০৩:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

ক্ষমতার অপব্যবহার করে সরকারি অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান করতে কুমিল্লা-৬ আসনের প্রভাবশালী সাবেক সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিন বাহার ও তার কন্যা কুমিল্লা সিটি কর্পোরেশনরে মেয়র তাহসীন বাহার সূচনাসহ পরিবারের চার সদস্যকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের একটি সূত্রে বিষয়টি জানা যায়। দুদকের উপপরিচালক রেজাউল করিম এদিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদন বলা হয়েছে, তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজী, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

এতে আর বলা হয়েছে, গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, আ.ক.ম. বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানের মধ্যে ঢাকার উত্তরায় ফ্ল্যাট, কুমিল্লার হাউজিং এস্টেট এ একাধিক প্লট, মার্কেটসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট আ.ক.ম. বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যগণ দেশ ছেড়ে পলায়ন করে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাদের বিদেশ গমণ নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক এমপি-মন্ত্রী, সরকারি আমলা ও পুলিশ কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এসব নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদক। তবে ৫ আগস্টের পর এমপি বাহার ও তার কন্যা সূচনা দেশ ছেড়ে পালিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রচারিত হয়। একটি ভিডিও ক্লিপে সে তথ্য নিশ্চিতও করা হয়।