Dhaka ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৩১ দফার লিফলেট নিয়ে মন্দিরে মন্দিরে নূরুজ্জামান

  • Reporter Name
  • Update Time : ১১:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ১৬ Time View

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা বাস্তবায়নের বার্তা নিয়ে গোপালগঞ্জ-২ আসনের বিভিন্ন মন্দিরে মন্দিরে প্রচারণা চালাচ্ছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরদার মো. নূরুজ্জামান।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১ অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি এ রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এ কর্মসূচীর মূল লক্ষ্য হলো রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে দলের গুরুত্বপূর্ণ প্রস্তাবনাটি সাধারণ মানুষের কাছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে সরাসরি পৌঁছে দেওয়া।

এ সময় তিনি পূজারি, ভক্তবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি পূজার আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণ উৎসব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ কর্মসূচিতে তাঁর সঙ্গে শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে সরদার মো. নূরুজ্জামান দৃঢ়ভাবে বলেন, ‘রাষ্ট্র মেরামতের এ রূপরেখাটি কেবল বিএনপির জন্য নয়, এটি সকল ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষের সার্বিক কল্যাণের লক্ষ্যে প্রণীত হয়েছে। এই ৩১ দফায় সংবিধান সংস্কার, নির্বাচনকালীন তত্ত¡াবধায়ক সরকার প্রতিষ্ঠা, বিদ্যুৎ-জ্বালানির টেকসই সমাধান এবং ধর্মীয় অধিকার নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভূক্ত রয়েছে।’

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘শারদীয় দুর্গাপূজা বাঙালির হাজার বছরের ঐতিহ্য। এই উৎসব সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। বিএনপি সব ধর্মের মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ উৎসব পালনে অঙ্গীকারবদ্ধ।’

স্বেচ্ছাসেবক দলের এ নেতার এমন তৎপরতা জেলার রাজনৈতিক মহলে বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। বিএনপির বার্তা সকল স্তরের জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছে বলে মনে করছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

৩১ দফার লিফলেট নিয়ে মন্দিরে মন্দিরে নূরুজ্জামান

Update Time : ১১:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা বাস্তবায়নের বার্তা নিয়ে গোপালগঞ্জ-২ আসনের বিভিন্ন মন্দিরে মন্দিরে প্রচারণা চালাচ্ছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরদার মো. নূরুজ্জামান।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১ অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি এ রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এ কর্মসূচীর মূল লক্ষ্য হলো রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে দলের গুরুত্বপূর্ণ প্রস্তাবনাটি সাধারণ মানুষের কাছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে সরাসরি পৌঁছে দেওয়া।

এ সময় তিনি পূজারি, ভক্তবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি পূজার আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণ উৎসব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ কর্মসূচিতে তাঁর সঙ্গে শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে সরদার মো. নূরুজ্জামান দৃঢ়ভাবে বলেন, ‘রাষ্ট্র মেরামতের এ রূপরেখাটি কেবল বিএনপির জন্য নয়, এটি সকল ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষের সার্বিক কল্যাণের লক্ষ্যে প্রণীত হয়েছে। এই ৩১ দফায় সংবিধান সংস্কার, নির্বাচনকালীন তত্ত¡াবধায়ক সরকার প্রতিষ্ঠা, বিদ্যুৎ-জ্বালানির টেকসই সমাধান এবং ধর্মীয় অধিকার নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভূক্ত রয়েছে।’

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘শারদীয় দুর্গাপূজা বাঙালির হাজার বছরের ঐতিহ্য। এই উৎসব সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। বিএনপি সব ধর্মের মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ উৎসব পালনে অঙ্গীকারবদ্ধ।’

স্বেচ্ছাসেবক দলের এ নেতার এমন তৎপরতা জেলার রাজনৈতিক মহলে বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। বিএনপির বার্তা সকল স্তরের জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছে বলে মনে করছেন স্থানীয়রা।