
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটির (সিএসএস) স্থাপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে গোপালগঞ্জের কাশিয়ানীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে) সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, গোপালগঞ্জ জোনের আয়োজনে কাশিয়ানী শাখায় এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কাশিয়ানী উপজেলার কাঠামদরবস্ত নিত্য স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. মানব রঞ্জন ঘোষের তত্ত্বাবধানে দেড় শতাধিক দরিদ্র মা ও শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসব রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
এ সময় কাশিয়ানী এমএ খালেক ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক প্রবীর চক্রবর্তী, কাশিয়ানী শাখা ব্যবস্থাপক মো. হান্নান শেখ, বাসসের জেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন, মাঠকর্মী মিজানুর রহমান, সোয়েব হোসেন, ইয়াসমিন খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
শাখা ব্যবস্থাপক মো. হান্নান শেখ বলেন, ‘আমাদের সমাজে এখনও অনেক মানুষ আছে, যারা অর্থের অভাবে প্রাথমিক চিকিৎসা নিতে পারে না। সিএসএসের ফ্রি এই মেডিকেল ক্যাম্পের মূল লক্ষ্যই তাদের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও আমরা এভাবে মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাব।’
Reporter Name 









