
কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রথমবারের মতো হেফাজতে ইসলাম বাংলাদেশের উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
উলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে মাওলানা মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও মাওলানা আব্দুল করিমকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা করা হয়েছে মাওলানা মুফতি শিহাবুদ্দিন কাসেমীকে।
এ উপলক্ষে আজ সোমবার (২ জুন) বিকেলে উপজেলার রহিমদিয়া মাদ্রাসায় এক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মাওলানা কবিরুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুর্তাজা হাসান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মুফতি ইমরান হোসাইন আফসারী, সহ সভাপতি মাওলানা মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি জামালুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ তাজুল ইসলাম।
Reporter Name 









