
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রেষ্ঠ ভূমি সহকারী কর্মকর্তা (ইউএলও) নির্বাচিত হয়েছেন সাজাইল ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আইয়ূব আলী মোল্যা।
ভালো কাজের স্বীকৃতিস্বরুপ ২০২৪-২৫ অর্থ বছরে শ্রেষ্ঠ ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে তাঁকে নির্বাচিত করা হয়েছে।
আজ রোববার (২৯ জুন) সন্ধ্যায় ইউএনওর কার্যালয়ে আইয়ূব আলী মোল্যার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইউএনও ফারজানা জান্নাত ও সহকারী কমিশনার মুনমুন পাল। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইয়ূব আলী মোল্যা বলেন, ‘সম্মাননা পেয়ে আমি খুবই আনন্দিত। সরকার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করায় আমাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। অর্পিত সঠিকভাবে দায়িত্ব পালনের পাশাপাশি সাজাইল ভূমি অফিসের আওতাধীন জনসাধারণের সেবা করতে পেরে নিজেকে আজ গর্বিত মনে হচ্ছে। আমার কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে সম্মাননা প্রদান করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ও সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের নিকট বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি আরও বলেন, ‘এই সম্মাননা ভবিষ্যতে আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে আরও বড় ভূমিকা রাখবে। আমি ভবিষ্যতে আমার ওপর অর্পিত দায়িত্ব আরও যথাযথভাবে পালন করতে পারি। সে জন্য সকলের কাছে দোয়া চাই।’
উপজেলার শ্রেষ্ঠ ভূমি সহকারী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম (সেলিম) বলেন, ‘সাজাইল ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আইয়ূব আলী মোল্যার এ অর্জনে সাজাইল ইউনিয়নবাসী গর্বিত। তার কর্মদক্ষতা, ভূমি বিষয়ক জ্ঞান ও আন্তরিক সেবা প্রদানের মানসিকতা অন্যদের জন্য অনুসরণীয়।’
Reporter Name 









