Dhaka ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কৃষকের জমিতে বেড়া দিতে আ.লীগ নেতার ‘বাঁধা ও মারধর’

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ৬২৯ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: জমিতে বেড়া দেওয়া নিয়ে আব্দুল মান্নান সরদার (৬৫) নামে এক কৃষক ও তার পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার তালতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান নিজামকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

এ ঘটনায় কৃষক আব্দুল মান্নান সরদার বাদী হয়ে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে কৃষক আব্দুল মান্নান সরদার তাঁর জমিতে নেট দিয়ে বেড়া দিতে যান। এ সময় প্রতিবেশি আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ও তার লোকজন জমির মালিকানা দাবি করে বেড়া দিতে বাঁধা দেন। কৃষক আব্দুল মান্নান বাঁধা উপেক্ষা করে বেড়া দেওয়ার চেষ্টা করলে চড়াও হন প্রতিপক্ষ। এ সময় ওই কৃষকের মেঝভাই ফানুক সরদার ও ছোট ভাইয়ের স্ত্রী সালমা বেগম এগিয়ে গেলে তাদের সবাইকে কিলঘুষি ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন আ.লীগ নেতা ও তার লোকজন। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে স্বজনরা।

এ বিষয় অভিযুক্ত হাবিবুর রহমান খান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ওই জমিটা একটি হিন্দু পরিবারের কাছ থেকে কিনেছি। তবে এখনও দলিল করা হয়নি। মিউটেশন করতে দেওয়া হয়েছে। ওই জমিতে বেড়া দিতে গেলে আমি খুঁটি উঠিয়ে ফেলি এবং কথা কাটাকাটি হয়। তবে গায়ে হাত দেয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।’

কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইমদাদুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। উভয়পক্ষকে ডাক হয়েছে। বসে কাগজপত্র দেখে ও শুনানী শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কৃষকের জমিতে বেড়া দিতে আ.লীগ নেতার ‘বাঁধা ও মারধর’

Update Time : ০৮:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: জমিতে বেড়া দেওয়া নিয়ে আব্দুল মান্নান সরদার (৬৫) নামে এক কৃষক ও তার পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার তালতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান নিজামকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

এ ঘটনায় কৃষক আব্দুল মান্নান সরদার বাদী হয়ে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে কৃষক আব্দুল মান্নান সরদার তাঁর জমিতে নেট দিয়ে বেড়া দিতে যান। এ সময় প্রতিবেশি আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ও তার লোকজন জমির মালিকানা দাবি করে বেড়া দিতে বাঁধা দেন। কৃষক আব্দুল মান্নান বাঁধা উপেক্ষা করে বেড়া দেওয়ার চেষ্টা করলে চড়াও হন প্রতিপক্ষ। এ সময় ওই কৃষকের মেঝভাই ফানুক সরদার ও ছোট ভাইয়ের স্ত্রী সালমা বেগম এগিয়ে গেলে তাদের সবাইকে কিলঘুষি ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন আ.লীগ নেতা ও তার লোকজন। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে স্বজনরা।

এ বিষয় অভিযুক্ত হাবিবুর রহমান খান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ওই জমিটা একটি হিন্দু পরিবারের কাছ থেকে কিনেছি। তবে এখনও দলিল করা হয়নি। মিউটেশন করতে দেওয়া হয়েছে। ওই জমিতে বেড়া দিতে গেলে আমি খুঁটি উঠিয়ে ফেলি এবং কথা কাটাকাটি হয়। তবে গায়ে হাত দেয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।’

কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইমদাদুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। উভয়পক্ষকে ডাক হয়েছে। বসে কাগজপত্র দেখে ও শুনানী শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’