
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ছাত্র-জনতার গণবিপ্লবে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গোপালগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারী) বেলা ২টায় গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের পৌরপার্কে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
ইসলামী আন্দোলনের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা. তাসলিম হুসাইন সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামি যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মো. মারুফ, ইসলামী আইনজীবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, ইসলামী আন্দোলনের গোপালগঞ্জ শাখার সহ সভাপতি মুফতি দিদারুল ইসলাম, মাওলানা ইয়াহিয়া মাহমুদ, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম লেলিন, বাংলাদেশ মুজাহিদ কমিটি গোপালগঞ্জ জেলা শাখার ছদর মো. তাজুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ, আব্দুল করিম, আ. মান্নান খাকি, ইমরান মৃধা, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
Reporter Name 









