
নিজস্ব প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় দীর্ঘ বছর যাবৎ জমি দখল করে রাখার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
জানাযায়, আওয়ামী লীগের সময়ে দলীয় প্রভাব বিস্তার করে, যুবদল নেতার জায়গায় দোকান, গোডাউন সহ স্থাপনা তুলে দখল করে রেখেছেন চরযোশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামের তৈয়াবুর রহমান।
সৈয়দা সাজেদা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেতা আত্তাফ হোসেনের আপন ভাই হওয়ার সুবাদে দলীয় প্রভাব খাটিয়ে এভাবে দখল করে রেখেছেন।
১৯৯৫ এবং ১৯৯৬ সালে, আর এস মুলে মালিক
মহাদেব, বাসুদেব এবং নিরন্জনের নিকট থেকে দলিল সম্পাদন করে সাড়ে ৪৪ শতাংশ জমির মালিক হন, উপজেলার চুড়িয়ারচর গ্রামের যুবদল নেতা সোহেল বাবুর পিতা আঃ খালেকুজ্জামান।
এই সাড়ে ৪৪ শতাংশ জায়গার ১০ শতাংশ জায়গা দখল করে রেখেছেন আ’লীগ নেতা আত্তাফ হোসেনের ভাই তৈয়াবুর রহমান।
দখল মুক্ত করতে খালেকুজ্জামান বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন, জমির প্রকৃত মালিক বাদী পক্ষে আদালত রায় দিয়েছেন। আদালতের রায় পেয়েও দখল মুক্ত করতে পারেননি,বিবাদী আ’লীগ নেতা হওয়ার সুবাদে।
এছাড়াও স্থানীয় ভাবে কয়েকবার আপোষ মিমাংসা হলেও দখলকৃত জায়গা ছাড়েনি আ’লীগ নেতা আত্তাফ হোসেন ও তার ভাই তৈয়াবুর রহমান।
স্থানীয়রা জানান, বিগত আওয়ামী লীগের আমলে রাম রাজত্ব করেছেন আত্তাফ হোসেন। দলীয় প্রভাব খাটিয়ে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। এবং অনেকের জমি এভাবে দখল করে রেখেছেন।
এবিষয়ে, আ’লীগ নেতা আত্তাফ হোসেনের মুঠোফোনে জানান, জমি আমার ভাইয়ের, আমি এরসাথে জড়িত নাই। স্থানীয় ভাবে আপোষ মিমাংসা হওয়ার কথা হয়েছে।
তৈয়াবুর রহমান জানান, আমার জমিতে আমি ঘর তুলছি, স্থানীয় ভাবে জায়গার মাপ হওয়ার কথা হয়েছে।
Reporter Name 









