
গোপালগঞ্জ কন্ঠ রিপোর্ট :
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জেনারেল ম্যানেজার মোছা. মাহফুজা আক্তার দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (১১ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের উপ সহকারী পরিচালক নাঈমুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠি সূত্রে বিষয়টি জানা যায়।
সেখানে বলা হয়েছে, মাহফুজা আক্তারের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে। বর্ণিত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।
এমতাবস্থায় আগামীকাল (১২ নভেম্বর) সকাল ১১টায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হওয়ার হাজির হওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হলো।
এর আগে গত ২৮ জানুয়ারি মাহফুজা আক্তারের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করে দুদক। দুর্নীতির অভিযোগে গত ১২ মার্চ মাহফুজা আক্তারকে জেনারেল ম্যানেজারের পদ থেকে অপসারণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়।
Reporter Name 









