
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রুপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী ও শাখার ব্যবস্থাপক মো. রাকিবুজ্জামানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন কর্মকর্তারা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পাটগাতি বাজারের রুপালী লাইফ ইন্সুরেন্স কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের শাখা ব্যবস্থাপক মো. রাকিবুজ্জামান, সহকারী ব্যবস্থাপক মো. হামিম শেখ, শফিকুল ইসলাম ও হিসাবরক্ষক আলী আনসারী প্রমুখ।
বক্তারা বলেন, ‘সম্প্রতি রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী টুঙ্গীপাড়া থেকে উধাও হয়ে গেছে এবং শাখার ব্যবস্থাপক মো. রাকিবুজ্জামান লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে ফেসবুকে একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’
বক্তারা আরও বলেন, ‘রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী ২০২০ সাল থেকে টুঙ্গীপাড়া উপজেলায় কার্যক্রম শুরু করে। সেই থেকে আস্থার সাথে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু একটি মহল রুপালী লাইফ ইন্সুরেন্সের প্রতি ঈর্ষান্বিত হয়ে কোম্পানী ও কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
Reporter Name 









