
মুকসুদপুর -গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলায় বাস চাপায় বাবা-মেয়ে নিহত হয়েছে। আজ (২৬ জুন) দুপুর ১২ টার দিকে ঢাকা – খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সৈয়দ জামাল উদ্দিন (৭০) ও রহিমা বেগম (৩০) তারা ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার জয়পাশা গ্রামের বাসিন্দা
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাবা মেয়ে ঢাকা খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন এ সময় বালু ভর্তি একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মেয়ের মৃত্যু হয়। আংশকাজনক অবস্থায় বাবাকে মুকসুদপুর সদর হাসপাতাল নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। সত্যিই হৃদয়বিদারক একটি ঘটনা। ঘাতক বাসটি সহ দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
Reporter Name 









