
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৬৩) নামে একজন সাংবাদিক নিহত হয়েছেন। তিনি দৈনিক একাত্তর বাংলাদেশ পত্রিকায় ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
সাংবাদিক রফিকুল ইসলাম মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঘেচুয়া গ্রামের মৃত ফায়েক মুন্সীর ছেলে।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, সাংবাদিক রফিকুল ইসলাম মোটর সাইকেল চালিয়ে মুকসুদপুর উপজেলা সদর থেকে পুরানো মুকসুদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ভাঙ্গাপোল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
Reporter Name 









