
মুকসুদপুর-গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে পুলিশের চোক ফাঁকি দিয়ে একটি হত্যা মামলার আসামী হৃদয় শেখ (২২) নামে এক যুবক পালিয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে । এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে এসআই শামীম ও হাজতরক্ষী কনস্টেবল মাহফুজকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে । পলায়নকৃত আসামী হৃদয় শেখ (২২) উপজেলার কমলাপুর গ্রামের হেমায়েত শেখের ছেলে । বিষয়টি মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল নিশ্চিত করেছেন। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মুকসুদপুর উপজেলার পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার দামরদী গ্রামের সাহা আলম মাতুব্বরের ছেলে ভ্যান চালক আকাশ মাতুব্বকে (১৬) একটি সংঘবদ্ধ চক্র হত্যা করে তার লাশ গুম করে রাখে। পরবর্তীতে গত ৭/৫/২০২৪ তারিখে মুকসুদপুর উপজেলার দুয়ারীডাঙ্গা এলাকার একটি পুকুরের কচুরিপানার নীচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মৃত আকাশের পিতা সাহা আলম মাতুব্বর বাদী হয়ে গত ৮/৫/২০২৪ তারিখে থানা থেকে পালিয়ে যাওয়া আসামি হৃদয় শেখ সহ পাঁচজনকে নামীয় ও দুই/ তিন জনকে অজ্ঞাতনামা আসামি করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে দীর্ঘদিন পর মামলার ২ নং আসামী হৃদয় শেখকে মঙ্গলবার রাতে বাদীর লোকজনের সহযোগিতায় থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিকে ওই রাতে থানার হাজত খানায় রাখা হয়। পরে বুধবার সন্ধ্যার দিকে আসামী হৃদয় শেখ কৌশলে পালিয়ে যায়। মামলার বাদী নিহত ভ্যানচালক আকাশের পিতা সাহা আলম মাতুব্বর ও তার মামী রুপা খানম বলেছেন, এ হত্যা মামলাটি রুজু হওয়ার পর থেকেই মুকসুদপুর থানা পুলিশ আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখেছেন। আসামি ধরতে তাদের তেমন কোন আগ্রহ দেখা যায়নি। অনেক কষ্ট করে আমরা মামলার দুই নম্বর আসামি হৃদয় শেখের অবস্থান নিশ্চিত করে পুলিশকে আসামি ধরতে সার্বিক সহযোগিতা করি। এরপরেও গ্রেফতারকৃত সেই আসামী কিভাবে থানার হাজত থেকে পালিয়ে যায় তা বুঝতে পারছিনা। আমরা এঘটনার সুষ্ঠ তদন্ত দাবিসহ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করে আমাদের ছেলে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে এসআই শামীম ও হাজতরক্ষী কনস্টেবল মাহফুজকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে এবং থানা থেকে পালিয়ে যাওয়া আসামী হৃদয় শেখকে ধরতে অভিযান চলছে।
Reporter Name 









