
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে জোরপূর্বক জমি দখলচেষ্টা, গাছপালা কাটা ও মাটি কেটে গর্ত করার অভিযোগ উঠেছে।
গত ৮ জানুয়ারি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী মিজানুর রহমান কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী মিজানুর রহমান জানান, একই গ্রামের ছালেহা বেগম ও তার ছেলে সজল মোল্যা মাটি ভরাট করে তার ক্রয়সূত্রে মালিকানা জমি দখলের চেষ্টা করছেন। জমিতে থাকা তাল ও কলাগাছ কেটে ফেলা হয়েছে এবং চারপাশ ভেকু (খননযন্ত্র) দিয়ে মাটি কেটে গর্ত করা হয়েছে। এতে প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেন। এরপর তিনি কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ছালেহা বেগম জানান, ‘জমি নিয়ে আদালতে একটি ১৪৪ ধারার মামলা ছিল। আদালত সেটি খারিজ করে দিয়েছেন এবং আমাদের পক্ষেই রায় দিয়েছেন।’
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’
Reporter Name 










