
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
জেলার কোটালিপাড়া উপজেলার আমতলী ইউনিয়নে সরকারি নির্দেশনা উপেক্ষা করে ভিডাব্লিউবি প্রকল্পের চাউল বিতরন করেছে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। এ অভিযোগ পাওয়ার পর সরেজমিন ওই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন শাহ এবং প্রশাসনিক কর্মকর্তা লিপিকা ঘরামীর সাথে আলাপ করে জানা গেছে তারা ভিডাব্লিউবি কার্ডধারীদের নামে ব্যাংকে কোনো হিসাব না খুলে এবং সঞ্চয় বাবদ নির্ধারিত টাকা জমা না রেখেই গত জুলাই, আগষ্ট এবং সেপ্টেম্বর মাসের চাউল বিতরন করেছে। আমতলী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা লিপিকা ঘরামী বলেন,ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম বর্তমানে কারাগারে রয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন শাহ দায়িত্ব পাওয়ার পর মর্জিমাফিক চাউল বিতরন করেছেন। আমাকে ভিডাব্লিউবি কার্ডধারীদের চাউল প্রদানের নিমিত্তে কোন হিসাব খোলার বা সঞ্চয় বাবদ নির্ধারিত অর্থ জমা রাখার নির্দেশনা দেননি। সরকারি কর্তৃপক্ষও আমাকে লিখিত বা মৌখিকভাবে কোনো নির্দেশনা দেয়নি। আমতলী ইউনিয়নে ভিডাব্লিউবি কার্ডের জন্য ৩১২ জন মহিলা আবেদন করেছিলেন। তাদের মধ্যে ২০২ জনকে তালিকাভুক্ত করে গত তিন মাসের চাউল বিতরন করা হয়েছে।
এ ব্যাপারে আমতলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন শাহ জানান,আমি কোনো নির্দেশনা পাইনি ব্যাংক হিসাব খোলা বা সঞ্চয় বাবদ ব্যাংক হিসাবে নির্ধারিত টাকা জমা রাখার ব্যাপারে। তিন মাসের চাউল বিতরন করা সম্পন্ন হয়েছে।
সরকারি নির্দেশনা উপেক্ষা করে ভিডাব্লিউবি কার্ডধারী ২০২ জন মহিলাকে তিন মাসের চাউল বিতরনের কারন সম্পর্কে জানতে চাইলে কোটালিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী বলেন, আমি সময়মতো লিখিতভাবে আমতলী ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষকে সরকারি নির্দেশনা মোতাবেক ভিডাব্লিউবি কার্ডধারীদের ব্যাংক হিসাব খোলাসহ সঞ্চয় বাবদ নির্ধারিত অর্থ জমা রাখার বিষয়টি অবগত করেছি। আমার কাছে তার কপিও আছে। কি কারনে তারা নির্দেশনা মানেননি তা আমার জানা নেই। সরকারি নির্দেশনা উপেক্ষা করার বিষয়টি খতিয়ে দেখে আমতলী ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে।