Dhaka ০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিজের ‘কান কেটে’ শ্বশুরবাড়ির লোকজনকে মামলা দিয়ে হয়রানী 

  • Reporter Name
  • Update Time : ০৫:৪১:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২১ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে মেয়ের ওপর নির্যাতন ও কান কেটে মিথ্যা মামলায় শ্বশুড়-শ্বাশুড়িকে ফাঁসানোর প্রতিবাদে জামাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন শ্বাশুড়ি আসমা বেগম।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ বরাশুরের নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন করেন ওই ভুক্তভোগী নারী।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী আসমা বেগম বলেন, ‘বিয়ের পর থেকে যৌতুকের জন্য তার মেয়ে মারুফাকে মারধর করে নির্যাতন করতো জামাই রমজান মোল্যা ও তার পরিবারের সদস্যরা। এর মাঝে একটি পুত্র সন্তান হলেও থেমে থাকেনি নির্যাতন। পরে বাচ্চাকে নিয়ে গেলে পুলিশের মাধ্যমে উদ্ধার করা হয়। জামাই রমজান মোল্যা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গোপালগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে জামাই রমজান মোল্যা নিজের কান কেটে গোপালগঞ্জ আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে।

ভূক্তভোগী ওই নারী আরও বলেন, রমজান ১৬ জানুয়ারি পর আমাদের বাড়িতে আসেনি। প্রশাসনের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার মোবাইল লিষ্ট অনুযায়ী সে ওইদিন গোপালগঞ্জে ছিল। নিজে কান কেটে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে বৃদ্ধ বয়সে জেল-হাজতে যেতে হল। ৩০ জানুয়ারী আদালত আমাকে জামিন দিলে আমার স্বামী এখনও জেলা হাজতে রয়েছেন।

আমার স্বামী একজন কৃষক কিছু দিন আগে তার গ্যাস্টিক আলসার অপারেশনের করা হয়েছে। দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে স্বামীর মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ওই নারী।

এ সংবাদ সম্মেলনে সম্মেলনে তার মেয়ে মারুফা বেগম, চাচি চয়নিকা বেগম, মরিয়ম বেগম ও মোমেনা বেগম এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নিজের ‘কান কেটে’ শ্বশুরবাড়ির লোকজনকে মামলা দিয়ে হয়রানী 

Update Time : ০৫:৪১:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে মেয়ের ওপর নির্যাতন ও কান কেটে মিথ্যা মামলায় শ্বশুড়-শ্বাশুড়িকে ফাঁসানোর প্রতিবাদে জামাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন শ্বাশুড়ি আসমা বেগম।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ বরাশুরের নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন করেন ওই ভুক্তভোগী নারী।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী আসমা বেগম বলেন, ‘বিয়ের পর থেকে যৌতুকের জন্য তার মেয়ে মারুফাকে মারধর করে নির্যাতন করতো জামাই রমজান মোল্যা ও তার পরিবারের সদস্যরা। এর মাঝে একটি পুত্র সন্তান হলেও থেমে থাকেনি নির্যাতন। পরে বাচ্চাকে নিয়ে গেলে পুলিশের মাধ্যমে উদ্ধার করা হয়। জামাই রমজান মোল্যা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গোপালগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে জামাই রমজান মোল্যা নিজের কান কেটে গোপালগঞ্জ আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে।

ভূক্তভোগী ওই নারী আরও বলেন, রমজান ১৬ জানুয়ারি পর আমাদের বাড়িতে আসেনি। প্রশাসনের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার মোবাইল লিষ্ট অনুযায়ী সে ওইদিন গোপালগঞ্জে ছিল। নিজে কান কেটে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে বৃদ্ধ বয়সে জেল-হাজতে যেতে হল। ৩০ জানুয়ারী আদালত আমাকে জামিন দিলে আমার স্বামী এখনও জেলা হাজতে রয়েছেন।

আমার স্বামী একজন কৃষক কিছু দিন আগে তার গ্যাস্টিক আলসার অপারেশনের করা হয়েছে। দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে স্বামীর মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ওই নারী।

এ সংবাদ সম্মেলনে সম্মেলনে তার মেয়ে মারুফা বেগম, চাচি চয়নিকা বেগম, মরিয়ম বেগম ও মোমেনা বেগম এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।