Dhaka ১১:১১ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কাশিয়ানীতে বিএনপি নেতার ‘অপকর্ম’, এলাকাবাসীর সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০২:৩৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ৬৪ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচীব এমদাদুল হক ও তার বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, লুটপাট ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে।

রোববার (৪ মে) উপজেলার উত্তর ধানকোড়া বটতলায় এসব অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. নুরুল ইসলাম বলেন, ‘ওই গ্রামের সাবেক ব্যাংক কর্মচারী বাচ্চু মিয়া ১৬ বছর আগে তার ভাগ্নি জামাই ইবাদ শেখের কাছ থেকে একটি জমি কিনেন। কিন্তু তাদের বসবাস করার মতো জায়গা-জমি না থাকায় মানবিক কারণে ওই জমিতে বসবাস করতে দেন। সম্প্রতি ওই জমি বুঝে ও ছেড়ে দিতে বললে উল্টো টাকা দাবি করেন এবং হত্যার হুমকিসহ নানা ভয়ভীতি দেখান। এক পর্যায় গত ২৯ এপ্রিল রাতইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচীব এমদাদুল হকের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়।’

তিনি আরও বলেন, ‘গত ২৯ এপ্রিল রাতে উত্তর ধানকোড়া গ্রামের মামুন সরদারকে সালিশ থেকে বাড়ি ফেরার পথে লোকজন নিয়ে প্রাণনাশের হুমকি দেয়। একই গ্রামের আখের শেখের মাছের ঘের দখল ও মাছ লুটের চেষ্টা চালায়। পোস্টার ছেঁড়ার অভিযোগ এনে এলাকার বিভিন্ন লোকজনের নামে থানায় অভিযোগ দেয় এবং তৎকালীন কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিনের যোগসাজসে হত্যা মামলার ভয় দেখিয়ে হয়রানি ও চাঁদা দাবি করে। মোস্তফা শেখের সাথে তার আপন ভাইয়ের বিরোধ চলছিল। বিএনপি নেতা এমদাদুল হক অপর ভাইয়ের পক্ষ হয়ে লোকজন নিয়ে তাকে মারধর করে এবং মুখের দাঁড়ি টেঁনে ছিড়ে ফেলে।’

এছাড়াও তিনি আরও বলেন, ‘বিল্লাল শেখ নামে এক ব্যক্তি ইমদাদুল হকের কাছে পাটের পাওনা টাকা চাওয়ায় তাকে বেধড়ক মারপিট করে। পাটের পাওনা টাকা চাওয়ায় পাশর্^বর্তী পারকরফা গ্রামের সোহান শেখ, পাথরঘাটা গ্রামের খানজাহানকেও বেধড়ক মারপিট করে আহত করে এবং তাদেরকে হত্যা মামলার ভয় দেখায়। এছাড়াও তার বিরুদ্ধে জোরপূর্বক ইতনা খেয়াঘাট দখলের চেষ্টা এবং পরানপুর পশুরহাট থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বিএনপি নেতা এমদাদুল হক ও তার বাহিনীর চাঁদাবাজি, হামলা, লুটপাট ও নির্যাতনের হাত থেকে বাঁচতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

এ সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. মামুন সরদার, নুরুল ইসলাম, মোস্তাফা শেখ, মো. আমির আলী খানসহ এলাকাবাসী এবং বিভিন্ন ইলেকট্রনিক্স-প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয় জানতে বিএনপি নেতা এমদাদুল হকের মুঠোফোনে কল দিলে তিনি বলেন, ‘এ বিষয় আমার কোন মন্তব্য নেই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কাশিয়ানীতে বিএনপি নেতার ‘অপকর্ম’, এলাকাবাসীর সংবাদ সম্মেলন

Update Time : ০২:৩৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচীব এমদাদুল হক ও তার বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, লুটপাট ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে।

রোববার (৪ মে) উপজেলার উত্তর ধানকোড়া বটতলায় এসব অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. নুরুল ইসলাম বলেন, ‘ওই গ্রামের সাবেক ব্যাংক কর্মচারী বাচ্চু মিয়া ১৬ বছর আগে তার ভাগ্নি জামাই ইবাদ শেখের কাছ থেকে একটি জমি কিনেন। কিন্তু তাদের বসবাস করার মতো জায়গা-জমি না থাকায় মানবিক কারণে ওই জমিতে বসবাস করতে দেন। সম্প্রতি ওই জমি বুঝে ও ছেড়ে দিতে বললে উল্টো টাকা দাবি করেন এবং হত্যার হুমকিসহ নানা ভয়ভীতি দেখান। এক পর্যায় গত ২৯ এপ্রিল রাতইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচীব এমদাদুল হকের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়।’

তিনি আরও বলেন, ‘গত ২৯ এপ্রিল রাতে উত্তর ধানকোড়া গ্রামের মামুন সরদারকে সালিশ থেকে বাড়ি ফেরার পথে লোকজন নিয়ে প্রাণনাশের হুমকি দেয়। একই গ্রামের আখের শেখের মাছের ঘের দখল ও মাছ লুটের চেষ্টা চালায়। পোস্টার ছেঁড়ার অভিযোগ এনে এলাকার বিভিন্ন লোকজনের নামে থানায় অভিযোগ দেয় এবং তৎকালীন কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিনের যোগসাজসে হত্যা মামলার ভয় দেখিয়ে হয়রানি ও চাঁদা দাবি করে। মোস্তফা শেখের সাথে তার আপন ভাইয়ের বিরোধ চলছিল। বিএনপি নেতা এমদাদুল হক অপর ভাইয়ের পক্ষ হয়ে লোকজন নিয়ে তাকে মারধর করে এবং মুখের দাঁড়ি টেঁনে ছিড়ে ফেলে।’

এছাড়াও তিনি আরও বলেন, ‘বিল্লাল শেখ নামে এক ব্যক্তি ইমদাদুল হকের কাছে পাটের পাওনা টাকা চাওয়ায় তাকে বেধড়ক মারপিট করে। পাটের পাওনা টাকা চাওয়ায় পাশর্^বর্তী পারকরফা গ্রামের সোহান শেখ, পাথরঘাটা গ্রামের খানজাহানকেও বেধড়ক মারপিট করে আহত করে এবং তাদেরকে হত্যা মামলার ভয় দেখায়। এছাড়াও তার বিরুদ্ধে জোরপূর্বক ইতনা খেয়াঘাট দখলের চেষ্টা এবং পরানপুর পশুরহাট থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বিএনপি নেতা এমদাদুল হক ও তার বাহিনীর চাঁদাবাজি, হামলা, লুটপাট ও নির্যাতনের হাত থেকে বাঁচতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

এ সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. মামুন সরদার, নুরুল ইসলাম, মোস্তাফা শেখ, মো. আমির আলী খানসহ এলাকাবাসী এবং বিভিন্ন ইলেকট্রনিক্স-প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয় জানতে বিএনপি নেতা এমদাদুল হকের মুঠোফোনে কল দিলে তিনি বলেন, ‘এ বিষয় আমার কোন মন্তব্য নেই।’