Dhaka ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারকে আর্থিক সহায়তা

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ১৩৭ Time View

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: জুলাই বিপ্লবে নিহত ও আহত ৩০ জনকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আর্থিক সহায়তা তহবিল থেকে এই অর্থ সহায়তা বিতরণ করা হয়।

সোমবার (২০ জানুয়ারি) জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই ও আগষ্টে নিহত সাত পরিবার ও আহত ২৩ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এ আর্থিক অনুদানের চেক নিহত ও আহত পরিবারের হাতে তুলে দেন। নিহত ৭ পরিবারের প্রত্যেকে ২০হাজার টাকা ও আহত ২৩ জনের প্রত্যেকে ১০ হাজার টাকার করে মোট ৩ লক্ষ ৭০ হাজার টাকার চেক বিতরন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদোন্নতি প্রাপ্ত) লুৎফুল কবীর চন্দন, সিভিল সার্জন মো. মাসুদ রানা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবীর, সহকারী কমিশনার রাসেল মুন্সীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্রের যে অভ্যুদয় হয়েছিল বীর মুক্তিযোদ্ধাদের হাত ধরে। সেই রাষ্ট্রটা ৫৩ বছরের ইতিহাসে ছাত্র জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে যে আত্মত্যাগ দেখিয়েছে। আমরা তাদের গভীরভাবে স্মরণ করি। আর বঞ্চনাহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই তরুণ প্রজন্ম যেভাবে জেগে উঠেছে তাদের স্বপ্নে আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোপালগঞ্জে গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারকে আর্থিক সহায়তা

Update Time : ০৯:৩৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: জুলাই বিপ্লবে নিহত ও আহত ৩০ জনকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আর্থিক সহায়তা তহবিল থেকে এই অর্থ সহায়তা বিতরণ করা হয়।

সোমবার (২০ জানুয়ারি) জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই ও আগষ্টে নিহত সাত পরিবার ও আহত ২৩ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এ আর্থিক অনুদানের চেক নিহত ও আহত পরিবারের হাতে তুলে দেন। নিহত ৭ পরিবারের প্রত্যেকে ২০হাজার টাকা ও আহত ২৩ জনের প্রত্যেকে ১০ হাজার টাকার করে মোট ৩ লক্ষ ৭০ হাজার টাকার চেক বিতরন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদোন্নতি প্রাপ্ত) লুৎফুল কবীর চন্দন, সিভিল সার্জন মো. মাসুদ রানা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবীর, সহকারী কমিশনার রাসেল মুন্সীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্রের যে অভ্যুদয় হয়েছিল বীর মুক্তিযোদ্ধাদের হাত ধরে। সেই রাষ্ট্রটা ৫৩ বছরের ইতিহাসে ছাত্র জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে যে আত্মত্যাগ দেখিয়েছে। আমরা তাদের গভীরভাবে স্মরণ করি। আর বঞ্চনাহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই তরুণ প্রজন্ম যেভাবে জেগে উঠেছে তাদের স্বপ্নে আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’